Posts

অলৌকিক ঘটনা (পর্ব ২)

→তখন  সে  দেখল  তার  কেনা  কঙ্কালের  হাড়গুলো  মেঝেতে  একদম  মানুষের  আকৃতির  মতো  করে  রাখা  আছে।  সে  ভয়ে  চিৎকার  করলে  তার  পরিবারের  লোকজন  তাকে  শান্ত  করল।  তারপর  এক  ইমামের  কথায়  কঙ্কালটিকে  কবর  দেওয়া  হল।  তারপর  বেশ  কয়েকমাস  তার  কিছু  ঘটলনা।  একরাতে  সে  একা  তার  খালার  বাসা  থেকে  ফিরে  তার  বাড়ি  যাচ্ছিল।  সে  বাইকে  করে  একটি  ব্রিজের  কাছে  পৌছাতেই  এক  বৃদ্ধ  রাজিবকে  বলল  তাকে  একটু  এগিয়ে  দিতে।  রাজিব  তাকে  বাইকের  পেছনে  বসিয়ে  বাইক  চালাতে  লাগল।  বৃদ্ধটা  রাজিবের  সাথে  অনেক  কথা  বলল।  ব্রিজের  মাঝে  পৌছাতেই  লোকটি  তার  সামনে  একটা  জিনিস  এনে  বলল  এটাকে  সে  চিনে  কিনা।  রাজিব  বস্তুটা  দেখে  অবাক  হল  কারণ  বস্তুটা  ছিল  ঐ  বৃদ্ধ  লোকটিরই  মাথা  আর  সেটা  হাসছিল।  রাজিব  বাইক  সামলাতে  না  পেরে  ব্রিজ  থেকে  নিচে  নদীতে  পড়ে  গেল।  পরদিন  সকালে  লোকজন  তাকে  উদ্ধার  করল।  তারপর  থেকে  রাজিবের  সাথে  এধরণের  আর  কিছু  ঘটলনা। ঘটনা ৩ -   গ্রামের  এক  মাদ্রাসায়  পড়ত  সজিব  হাসান।  মাদ্রাসার  দ্বিতীয়  তলায় যারা  রাতে  পড়াশোনা  করতে  চায়  তাদের

অলৌকিক ঘটনা (পর্ব ১)

সবাইকে  জানাই  স্বাগত।  আশা  করি  গত  বারের  post  গুলো  আপনাদের  ভালোই  লেগেছে।  তবে  আজকে  কিন্তু  একটু  অন্য  ধরণের  বিষয়  নিয়ে  লিখছি।  যদি  ভালো  না  লাগে  তবে  ক্ষমা  করে  দেবেন।  তবে  আমি  কিন্তু  কোনো  খরাপ  কিছু  নিয়ে  লিখছি  না।  যাহক,  আজকে  আমি  লিখছি  কিছু  সত্যিকারের  ভৌতিক  ঘটনা  নিয়ে।  এই  ঘটনাগুলো  আমি  বিভিন্ন  source  থেকে  সংগ্রহ  করেছি।  এই  ঘটনাগুলো  তাদের  সাথে  ঘটে  যাওয়া  এবং  এগুলো  সত্যিই  ঘটেছে।  এখানে  তাদের  ছদ্মনাম  ব্যবহার  করা  হল। ঠিক  আছে,  এখন  কথা  না  বাড়িয়ে  মূল  ঘটনায়  আসা  যাক....... ঘটনা ১ -   পদ্মা  নদীর  কাছেই  থাকত  জলি  মিয়া।  ইলিশ  মাছ  ধরে  তা  পাশের  বাজারে  বিক্রি  করত।  কিন্তু  সেখানে  সে  ভাল  দাম  পেত  না।  একদিন  মাছের  ভাল  দাম  না  পেলে  জলি  মিয়া  বাকি  মাছগুলো  পরের  দিন  বিক্রি  করবে  বলে  সিদ্ধান্ত  নেয়।  বিকেলে  বাজার  থেকে  ফেরার  পথে  দুজন  লোক  জলি  মিয়ার  কাছ  থেকে  সবগুলো  মাছ  বেশ  চড়া  দামে  কিনে  নেন।  জলি  মিয়া  বেশ  খুশি  হল।  দুজন  লোক  জলি  মিয়াকে  বলল  যে  জঙ্গলের  মাঝে  মাঝ  রাতে  বাজার  বসে।  জল

আপনি কী জানেন ভূতের ভয় আমাদের মনে কখন ও কীভাবে তৈরি হয়?

ভূত।  নামটা  শুনলেই  আমরা  এমন  কিছু  একটা  কল্পনা  করি  যা  অনেকের  মতে  আছে  বা  নেই।  তবে  যারা  মনে  করে  নেই  তাদের  মনেও  কিছু  একটা  অবাস্তব  ভয়  সবসময়  থাকে।  কী  কারণে  ভয়টা  থাকে  তা  কিন্তু  তারা  বলতে  পারেনা  বা  বলতে  চায়  না।  আর  যারা  ভূতে  বিশ্বাস  করে  তারা  তো  করেই  আবার  কিছু  মানুষতো  ভূতের  নামটা  শুনলেই  ভয়  পেয়ে  যায়। এই  অশরীরী  ভূতকে  মানুষ  বিভিন্ন  নামে  ডাকে।  জ্বিন,  প্রেত,  পরী,  আত্মা  এই  নামে  মানুষ  ভূতকে  বিভিন্ন  দলে  ভাগ  করেছে।  তবে  কেউ  কী  কখনো  ভেবে  দেখেছেন  এই  ভূতের  ভয়  আমাদের  মনে  কখন  ও  কীভাবে  জন্ময়? ছোটবেলায়  যখন  রাতে  কোনো  বাচ্চা  খাবার  না  খওয়ার  বাইনা  ধরে  তখন  তার  বাবা  মা  বলে  খাবার  না  খেয়ে  ঘুমালে  ভূতে  নিয়ে  যাবে।  বাবা  মাই  সাধারণত  ছোটবেলায়  আমাদের  মনে  প্রথম  ভূতের  ভয়  জাগিয়ে  তোলে।  কারণ  ভূত  মানে  কী  তা  তো  আমরা  তখন  যানতাম  না।  তারাই  আমাদের  মনে  ভূতের  ভয়ের  বীজটা  রোপণ  করে  না  যেনে  আমাদের  এক  অপূরণীয়  ক্ষতি  করে  ফেলে।  যার  ফল  আমাদের  সারাটা  জীবন  ভোগ  করতে  হয়।  আবার  গ্র

খাবারের পরিচিতি-What is a food actually?

খাবার  জিনিসটা  আমাদের  কাছে  যতটা  সহজ  আসলে  তা  কিন্তু  নয়।  বলা  হয়  মানুষ  খাবার  ছাড়া  মাত্র  কয়েক  সপ্তাহ  বেঁচে  থাকতে  পারবে।  কিন্তু  তার  পর  কী হবে?  সৃষ্টির  আদিমকাল  থেকে মানুষ  খোঁজে  বেরিয়েছে  কি  কি  খাওয়ার  উপযোগী।  তখন  তারা  খাবার  খেত  নিজেদের  ক্ষুধা  মেটানোর  জন্য।  তখন  তারা  একসাথে  যতটুকু  খাবার  পেত  ততটুকু  খাবার  একসাথে  খেয়ে  ফেলত। এর  প্রথম  কারণ  হচ্ছে  তারা  খাবার  Store  করে  পরবর্তী  সময়ের  জন্য  তা  রাখতে  পারত  না।  আর  দ্বিতীয়  কারণটি  হচ্ছে  তারা   পরবর্তীতে  আর  খাবার  পাবে  কি  না  তাই।  তবে  বর্তমনকালে  বিজ্ঞানের  আশীর্বাদে  আমরা  আজ  খাবারকে  পরবর্তীকাল  সময়ের  জন্য  Store  করে  রাখতে  পারছি।  তাই  খাবারের  অভাবের  জন্য  আর  চিন্তা  করতে  হয়  না।  এখন  আমাদের  যখন  ইচ্ছা  তখন  আমরা  খাবার  খেতে  পারছি।  ঘরে  বাইরে  যেখানে  ইচ্ছে  সেখানে  আমরা  খাই।  খাবার  বস্তুটা  আমাদের  কাছে  আজ  একটা  নতুন  মাত্রায়  পৌঁছেছে।  আদিমকালে  মানুষ  খাবার  খেত  নিজেদের  ক্ষুধা  মেটানোর  জন্য।  কিন্তু  আজ  আমরা  খাবার  খাই  মনের  শান্তির  জন্য।  খাবার

বন্ধু-What is a true friend

Image
বন্ধু। বন্ধু মানে কী তা সবাই জানে। "A friend in need is a friend indeed " অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃিত বন্ধু। ছোটবেলা থেকেই এই প্রবাদটি শুনে আসছি। কিন্তু আমার মতে যে বন্ধু সবসময় কাছে থাকে সেই প্রকৃিত বন্ধু। সত্যিকারের বন্ধু সুখে হোক বা বিপদে হোক সবসময় আমাদের কাছে  থাকে। সত্যিকারের বন্ধুকে পাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার। সত্যিকারের বন্ধুকে কিন্তু Facebook বা এই ধরণের Social Site থেকে পাওয়া যায় না। এই ধরণের বন্ধুরা শুধু Vertualy ভাবে আমাদের পাছে থাকে। আসলে নয়। আবার এই Online এর সব বন্ধু যে ভালো হবে তা কিন্তু নয়। এজন্য চায় সর্তকতা ও কিছুটা দক্ষতা। ছোটবেলার স্কুল থেকে ইউনিভারসিটি পর্যন্ত আমরা অনেক বন্ধু পাই। কিছু বন্ধু ভালো এবং কিছু থাকে একটু অন্যরকম। আমাদের ভবিষ্যৎটা অনেকটা আমাদের অতীতের বন্ধু নির্বাচনের উপর হয়ে থাকে। বলা হয় না " সঙ্গ দোষে লোহা ভাসে "। তাই আমাদের এমন একজন ব্যক্তিত্বপূর্ণ বন্ধুকে বাছা উচিত যে আমাদের সুখে-দুখে, হাসি-কান্নায় সমান অংশীদার হয়।  ছোটবেলা বন্ধুদের সাথে মজা করা বা পরীক্ষায় এক সাথে দেখে লেখা। সবকিছু আজ ভাবলে মনেমনেই ক

My journey experience / journey to my village

It was January 27, 2017. Middle of the Winter season. I went to my village with my parents and my big brother. We had made our journey by bus. The journey is always a pleasure for me. We reached the bus stand at 8 am. We and some other people were also waiting for a bus. After 10 minutes a bus came and we entered the bus. When I entered the bus, I saw many kinds of people are sitting. Some of them are workers, students, and some local people. I saw an old woman did not find a sit. A student stands and gave her his sit. The bus slowly gets its speed. I was sitting beside a window seat. I was very excited to see the beautiful winter morning scene. After 2 hours we got down and reached our destination. We have a big pound in our village. There were so many fishes in that pound. Our main reason for going there was to catch fishes from that pound. My father haired a man who could make the pound empty. He used a type of machine so that he could do so. However, I was enjoying by my way

What is a Zombie?/Does Zombie exist?

Image
                                We all heard the name Zombie at list one time. Basically, it is a fictional character which is shown in Hollywood movies. But ever you thought, that if the zombies really exist. Yes, it exists in reality. it's not only a fictional character. What is a Zombie? : A zombie is a fictional undead being created through the reanimation of a human corpse. The word zombie is taken from an African word NZAMBI. Where I can find zombies : You don't know that you can find a zombie at present. A Carabian country called HAITI where you see the real zombies.Because it is not a developing country. So, here people believe in black magic and many thinks. Here live some magicians who do black-magic and do many dangerous experiments on human bodies. They first feed a man powerful drugs and send them to Coma. Then the family member of the man thinks that the man was dead and grave him. Then they take the body from the grave and then they again awake him