বন্ধু-What is a true friend
বন্ধু। বন্ধু মানে কী তা সবাই জানে। "A friend in need is a friend indeed " অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃিত বন্ধু। ছোটবেলা থেকেই এই প্রবাদটি শুনে আসছি। কিন্তু আমার মতে যে বন্ধু সবসময় কাছে থাকে সেই প্রকৃিত বন্ধু। সত্যিকারের বন্ধু সুখে হোক বা বিপদে হোক সবসময় আমাদের কাছে থাকে। সত্যিকারের বন্ধুকে পাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার। সত্যিকারের বন্ধুকে কিন্তু Facebook বা এই ধরণের Social Site থেকে পাওয়া যায় না। এই ধরণের বন্ধুরা শুধু Vertualy ভাবে আমাদের পাছে থাকে। আসলে নয়। আবার এই Online এর সব বন্ধু যে ভালো হবে তা কিন্তু নয়। এজন্য চায় সর্তকতা ও কিছুটা দক্ষতা। ছোটবেলার স্কুল থেকে ইউনিভারসিটি পর্যন্ত আমরা অনেক বন্ধু পাই। কিছু বন্ধু ভালো এবং কিছু থাকে একটু অন্যরকম। আমাদের ভবিষ্যৎটা অনেকটা আমাদের অতীতের বন্ধু নির্বাচনের উপর হয়ে থাকে। বলা হয় না " সঙ্গ দোষে লোহা ভাসে "। তাই আমাদের এমন একজন ব্যক্তিত্বপূর্ণ বন্ধুকে বাছা উচিত যে আমাদের সুখে-দুখে, হাসি-কান্নায় সমান অংশীদার হয়। ছোটবেলা বন্ধুদের সাথে মজা করা বা পরীক্ষায় এক সাথে দেখে লেখা। সবকিছু আজ ভাবলে মনেমনেই কখনো হেসে ফেলি। কিন্তু কিছু বন্ধুর কথা আমাদের সারাজীবন মনে থাকে। এইসব বন্ধু আমাদের মনে এক ধরণের গভীর দাগ কাটে। ফলে এসব বন্ধু যদি কোনা কারণে আমাদের থেকে দূরে চলে যায় তাহলে আমাদের মনে থেকে যায় এক ধরণের বিয়োগব্যথা। এই কষ্ট হইত চিরটাকালই থেকে যায় কারো মনে। জীবনে বন্ধু নেই এমন কোনো ব্যক্তি মনে হয়না এই দুনিয়াতে আছে। বন্ধু ছাড়া এই জীবন কল্পনা করা যায় না। বন্ধু ছাড়া এই জীবনটা আসলে অসম্ভ। বন্ধুত্বহীন জীবনে যখন একটি বন্ধু যুটে যায় তখন মনে হয় আধারের জীবনে আলোক রশ্মি এসেছে। বন্ধুর না থাকার কথা তো অনেক হল। তবে বন্ধু থাকলে আমাদের জীবনটা এক অন্য মাত্রায় থাকে। পরিবার পরিজনের বাইরে বন্ধুরাই হচ্ছে আমাদের সবচেয়ে কাছের। যখনি সময় পায় বা ইচ্ছে করে তখনি তাদের সাথে যোগাযোগ করি। তবে আমার মনে হয় এই যোগাযোগটা যদি Facebook - এ না করে তাদের কাছে গিয়ে করা হয়, তাহলে বোধই সম্পর্কটা আরও গভীর হয়। এই বন্ধুত্বের সূচনাটা যে কতরকমভাবে হয় তা অবশ্য বলা মূশকিল। কারণ একএক সময় তা একএক হয়। ছোটবেলা আমারা যেভাবে বন্ধু বেছে নেয় বড় হলে সেভাবে তা করতে পারি না। কেন? কারণ ছোটবেলা আমরা নিঃস্বার্থভাবে বন্ধু বেছে নেয়। আর বড় হলে আমরা আমাদের স্বার্থের জন্য বন্ধুত্ব করি। এটা কিন্তু প্রকৃিত অর্থে বন্ধুত্ব নয়।যার ফলে সত্যিকারের একটি বন্ধু পাওয়া যায় না। সত্যিকারের বন্ধু পাওয়ার জন্য চায় উদারতা, সহানুভূতি, সহায়তা এবং তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আরও চায় দৃঢ় বিশ্বাস। যা সম্পর্কটাকে আরও মজমুত করে।আমার জানা মতে, যদি কোনো বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে এবং তারা যদি আবার বন্ধু হয় তাহলে বন্ধুত্বের সম্পর্কটা আরও গভীর হয়।
যাহোক আশা করি এই Post টি পড়ে আপনারা বন্ধুত্বের গুরুত্বটা বোঝতে পেরেছেন। আর না বুঝলেও পরবর্তীতে একটা না সময় নিশ্চিত বোঝে যাবেন। কিন্তু তখন আপনার কাছে আর সময় থাকবেনা। তখন শুধু আফসোস করতে হবে। একাকী জীবনে তখন শুধু ছোটবেলার কথা চিন্তা করা ছাড়া আপনার আর উপায় থাকবেনা। তায় বন্ধুত্বের গুরুত্বটা এখনি বোঝে ফেলোন। সত্যিকারের একজন বন্ধুকে বেছে নিন।আমরা আরো আশা করি এ Post টি পড়ে আপনি কিছুনা কিছু শিখতে পেড়েছেন। আর এতেই আমাদের সার্থকতা। আজ এই পর্যন্তই থাক। আপনার শুভ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
Comments
Post a Comment