অলৌকিক ঘটনা (পর্ব ২)
→তখন সে দেখল তার কেনা কঙ্কালের হাড়গুলো মেঝেতে একদম মানুষের আকৃতির মতো করে রাখা আছে। সে ভয়ে চিৎকার করলে তার পরিবারের লোকজন তাকে শান্ত করল। তারপর এক ইমামের কথায় কঙ্কালটিকে কবর দেওয়া হল। তারপর বেশ কয়েকমাস তার কিছু ঘটলনা। একরাতে সে একা তার খালার বাসা থেকে ফিরে তার বাড়ি যাচ্ছিল। সে বাইকে করে একটি ব্রিজের কাছে পৌছাতেই এক বৃদ্ধ রাজিবকে বলল তাকে একটু এগিয়ে দিতে। রাজিব তাকে বাইকের পেছনে বসিয়ে বাইক চালাতে লাগল। বৃদ্ধটা রাজিবের সাথে অনেক কথা বলল। ব্রিজের মাঝে পৌছাতেই লোকটি তার সামনে একটা ...