বন্ধু-What is a true friend
বন্ধু। বন্ধু মানে কী তা সবাই জানে। "A friend in need is a friend indeed " অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃিত বন্ধু। ছোটবেলা থেকেই এই প্রবাদটি শুনে আসছি। কিন্তু আমার মতে যে বন্ধু সবসময় কাছে থাকে সেই প্রকৃিত বন্ধু। সত্যিকারের বন্ধু সুখে হোক বা বিপদে হোক সবসময় আমাদের কাছে থাকে। সত্যিকারের বন্ধুকে পাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার। সত্যিকারের বন্ধুকে কিন্তু Facebook বা এই ধরণের Social Site থেকে পাওয়া যায় না। এই ধরণের বন্ধুরা শুধু Vertualy ভাবে আমাদের পাছে থাকে। আসলে নয়। আবার এই Online এর সব বন্ধু যে ভালো হবে তা কিন্তু নয়। এজন্য চায় সর্তকতা ও কিছুটা দক্ষতা। ছোটবেলার স্কুল থেকে ইউনিভারসিটি পর্যন্ত আমরা অনেক বন্ধু পাই। কিছু বন্ধু ভালো এবং কিছু থাকে একটু অন্যরকম। আমাদের ভবিষ্যৎটা অনেকটা আমাদের অতীতের বন্ধু নির্বাচনের উপর হয়ে থাকে। বলা হয় না " সঙ্গ দোষে লোহা ভাসে "। তাই আমাদের এমন একজন ব্যক্তিত্বপূর্ণ বন্ধুকে বাছা উচিত যে আমাদের সুখে-দুখে, হাসি-কান্নায় সমান অংশীদার হয়। ছোটবেলা বন্ধুদের সাথে মজা করা বা পরীক্ষায় এক সাথে দেখে লেখা। সবকিছু আজ ভাবলে মনেমনেই ক...