পৃথিবীতে কি রোবটরা সত্যি-ই রাজত্ব করবে?আর হইত বেশি দিন নেই।
আপনারা প্রায়সময় রোবট (Robot)শব্দটি শুনে থাকেন এবং আমরা সবারই রোবট সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে। তাই আজকে আমি আপনাদের রোবট সম্পর্কে বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম ।শুরু করার আগে আপনাদের আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, আপনারা যারা রোবট সম্পর্কে কিছুই জানেন না বা আরও জানতে চান তাদের জন্যে আমি আরেকটি আর্টিকেল লিখব, সেখানে আমি রোবট সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। আর আজকে আমরা কথা বলব আধুনিক সভ্যতার এই আবিষ্কার রোবট-এর ফলে ভবিষ্যতে আমাদের অপর কি রকম প্রভাব পরতে বারে। যা এখন আমাদের জন্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি পৃথিবীতে কি রোবটরা সত্যি-ই রাজত্ব করবে?তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
আনন্দের মাধ্যমে মানুষের জীবনীশক্তির প্রকাশ ঘটে এবং সে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আনন্দকে সে উপলব্ধি করতে পারে। সেই আনন্দাভূতি সবার কাছে সে জানাতে চায় । তাই সে ছবি , গান , কবিতা , নাচ ইত্যাদি শিল্পকলার মাধ্যমে তার আনন্দকে প্রকাশ করে। যা মানুষকে শুধু আনন্দই দেই না বরং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই। এতদিন পর্যন্ত তু এটাই হচ্ছিল কিন্তু এখন তা পাল্টাচ্ছে। কারণ ডুবাই এর কিছু হোটেল এ-এখন খাবার পরিবেষণের জন্যে মানুষের বদলে রোবট এর ব্যাবহার হচ্ছে । যার ফলে নষ্ট হয়ে গেছে নানা মানুষের কর্মসংস্থান। শুধু ডুবাই ই নই পৃথিবীর নানা দেশের শিল্পকারখানার এবং নানা কাজে এখন রোবট এর ব্যাবহার শুরু হচ্ছে। এ বিষয়টি এখন নানা চিন্তাবিদ ও গবেষকদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তাদের মতে ভবিষ্যতে এমন একটা সময় আসবে,যখন মানুষের কর্মসংস্থানের সকল কাজ রোবট করবে। যার কারণে মানুষ তাদের কর্মসংস্থান হারাবে। এখনকার যোগের সকল সৃজনশীল কাজ রোবটরা তখন করতে পারবে।আপনারা এখন বলতে পারেন যে এটা সম্ভব নয়। কিন্তু একটু ভেবে দেখুন আগে মানুষ কল্পনাই করতে পারত না যে রোবট বলে কিছু সৃষ্টি হবে কিন্তু হল কি, যা মানুষের চিন্তার বাইরে ছিল ।তাহলে এটা কেন সম্ভব হবে না । এমনকি মানুষ পুলিশ এর বদলে রোবট পুলিশ থাকবে। তাহলে আপনারা হয়তো আনতাজ করতে পারছেন যে আরও কি কি হবে। তাহলে হয়ত এর বেশি দিন লাগবে না পৃথিবী তে রোবট এর রাজত্ব হতে। যদি তারা এই বিষয়টি নিয়ে কিছু না করেন। কারণ রোবটরা দিন বা দিন উন্নত হয়ে চলছে। রোবটরা এখন এত উন্নত হচ্ছে যে তারা এখন তাদের গঠন প্রায় মানুষের মত। রোবটরা এখন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে এবং আরও সহজ করার জন্যেই তৈরি হচ্ছে নানা উন্নত প্রযুক্তির রোবট। কিন্তু তার ক্ষতিপূরণ হইত দিতে হবে আমাদের ভবিষ্যতে প্রজন্মকে।
আবার কিছু কিছু গবেষকরা মনে করেন তার পুরু ওলটা তারা মনে করেন এখন আমরা যা ধারণা করছি যে রোবটরা আমাদের কর্মসংস্থান কেরে নেবে তা ঠিক নয় বরং তারা আমাদের জন্যে নতুন কর্মসংস্থান তৈরি করে দেবে। এই নিয়ে তারা নানা উদাহরণ দেন। তারা বলেন,"শুরুর দিকে এই রকম ধারণা করা হতো প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে,তবে অসংখ্য নতুন কাজের সৃষ্টি হয়েছে। তাদের মতে -সংযুক্তিই উৎপাদনশীলতা (Connectivity is Productivity)"।
তাদের এই কথায় যোক্তী আছে ঠিকিই কিন্তু তাদের অনুমান যে সঠিক হবে তারও কুনো নিশ্চয়তা নেই। কারণ তাদের উদাহরণটি ছিল প্রযুক্তি নিয়ে আর এইটা তো রোবট, যদিও এটি প্রযুক্তির-ই অংশ। তারপরেও সাধারণ প্রযুক্তি আর রোবট এর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ রোবটরা খুবই advanched হয় তারা নিজে নিজে সবকিছু করতে পারে তাই তাদের ক্ষেত্রে বেপারটা ভিন্ন এবং ভুললে চলবে না আমরা কথা বলছি future-এর। যেখানে রোবটদের নিজস্ব একটা ব্রেইন আছে। তাই উপরোক্ত বিষয় গুলোর নিয়ে যদি কিছু না করা হয় তাহলে ভবিষ্যতে হইত আমাদের অস্তিস্ত টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পরবে।
অবশেষে একটা কথাই বলতে চাই ভবিষ্যতে রোবটরা কি করবে বা তাদের জন্যে কোন আইন তৈরি হবে তা থেকে তো আমরা অজ্ঞাত কিন্তু এখন যে পরিমাণে রোবটদের বিস্তার হচ্ছে তা থেকে তু একটি কথা স্পষ্ট ভাবে বোঝা যায় যে সেইদিন আর দেরি নয় যেই সময় রোবটরা আমাদের সাথে বসবাস করতে সুরু করবে।
আজকের জন্যে বিদায় কথা হবে অন্য কুনো বিষয় নিয়ে,ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন।
আর আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট এর reaply দেওয়ার চেষ্টা করব । এ ছারাও আপনারা চাইলে আমাদের ফেসবুক ও টুইটার এ follow করতে পারেন।
nice post
ReplyDeletenabile get well soon.....
ReplyDelete