ইন্টারনেট ১ মিনিট-এর জন্যে বন্ধ হয়ে গেলে কি হবে? | What if the internet is stopped for 1 min?
ইন্টারনেট (Internet)এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত তাই না। এই ইন্টারনেট ছাড়া আমি একদিনও থাকতে পারি না এবং আপনিও কি তাই ।আর হবেন না-ই-বা কেন আমাদের আজকের সকল সচিয়াল মিডিয়া (social media) তো এই ইন্টারনেট এর-ই একটি ছোট অংশ। আপনি কি কখনো ভেবে-দেখেছেন যদি একসাথে পুরো ইন্টারনেট ১ মিনিট-এর জন্যে বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে?আশা করি ভাবেননি কারণ আপনার তা ভাবার দরকার হয়নি তার কারণ হলও ইন্টারনেট এখন পর্যন্ত বন্ধ হয়নি। আশা করি হবেও না।
আমি আপনাদের আজকে কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি যে --- প্রত্যেক মিনিটে-এই ইন্টারনেট-এ কি হয় এবং যদি ১ মিনিটের জন্যে ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে। আমি এখন যা বলতে যাচ্ছি,আসলে ইন্টারনেট এ-এর চাইতেও বেশি কিছু হয় যার সবটা তুলে ধরা অসম্ভব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
(What if the internet is stopped for 1 min? )
#Data Consumption.
ইন্টারনেট-এ প্রত্যেক মিনিটে একসাথে কোটি কোটি মানুষ অনলাইন (Online) থাকে এবং নিঃসন্দেহে তারা ইন্টারনেট থেকে নানা তথ্য ব্যাবহার (Data Use) করে। যদি আমরা সকল তথ্য ব্যবহারকারী (Data Users)-দের হিসাব (Calculate) করি তাহলে সেটা হবে ৩৮,৩১৩ জীবী(GB) প্রতি সেকেন্ড। এর মানে হলও--- প্রতি সেকেন্ড-এ ইন্টারনেট-এ-এই পরিমাণ তথ্য ব্যাবহার (Data Use) হয় । যদি ইন্টারনেট ১ মিনিট-এর জন্যে বন্ধ হয়ে যায়--- তাহলে ২,২৯৮,৭৮০জিবি তথ্য অপচয় হয়ে যাবে।আর একে যদি এমবি -এ হিসাব করি তাহলে তা গিয়ে দাড়াই ২,২৯৮,৭৮০,০০০ এমবি (MB) প্রতি মিনিট। তাহলে আমরা বোঝতেই পারছি ইন্টারনেট ১ মিনিট-এর জন্যে বন্ধ হয়ে গেলে কতটোকু তথ্য অপচয় হয়ে যাবে।
#Google.
গুগল (Google)-এ-প্রতি সেকেন্ড-এ আনুমানিক ৫৬, ৪৪৬ অনুসন্ধান (Searches) হয়। তার মানে আমি যতক্ষণে একটি বাক্য(Sentence) গুগল-এ লিখব ততক্ষণে গুগল -এ লাখ লাখ Searches হয়ে যাবে। এজন্যে গুগল -এর একটি শক্তিশালী সুপার সার্ভার (Powerful Super Server)-এর দরকার হয়। ইন্টারনেট যদি ১ মিনিট-এর জন্য বন্ধ হয়--- তাহলে ৩,৩৮৬,৭৬০ গুগল-অনুসন্ধান (Google Searches) বন্ধ হয়ে যাবে।
#Youtube.
ইউটিউব (Youtube) এ আনুমানিক প্রতি মিনিটে ৭,৯২৬,০০০ views হয়ে থাকে। এবং আনুমানিক প্রায় ৪০০০ ঘণ্টার ভিডিও প্রতি মিনিটে-এ Upload হয়ে থাকে । যদি ইন্টারনেট ১ মিনিট-এর জন্য বন্ধ হয়--- তাহলে এত সব Views এবং Upload বন্ধ হয়ে যাবে।
#Facebook & Twitter.
আপনি ফেসবুক এবং টুইটার নিশ্চয়ই ব্যবহার করেন। আপনি হইত কখনো শোনে থাকবেন বিশেষ কোনও কারণে নিদিষ্ট কোনও জাইগায় Facebook বন্ধ করে দেয়া হয়েছে।তাহলে জেনে রাখুন ফেসবুক-এ প্রতি মিনিটে ৩০০টি প্রোফাইল (profile) তৈরি হয়। প্রতি মিনিটে-এ ৬ কোটিরও বেশি লোক Online-এ থাকে। এবং আমরা যদি টুইটার-এর কথা বলি--- তাহলে প্রায় সারে ৪ লাখেরও বেশি Tweet প্রতি মিনিটে-এ করা হয়।
#E-mails.
কি এমন যেটা এত বার(১৫০,০০০,০০০) প্রতি মিনিটে-এ হতে পারবে। আসলে প্রতি মিনিটে-এ এত ২,৫০০,০০০ ইমেইল Send এবং Receive করা হয়। এবং এই নাম্বার-এর ৬০% ই Spam হয়। যদি ইন্টারনেট ১ মিনিট-এর জন্য বন্ধ হয়--- তাহলে এটাও সম্ভব হবে না।
Comments
Post a Comment